![]() |
আবুল খায়ের শিকারি |
কর্ম খেয়ে ধর্ম উরায়
কথিত ধার্মিক বেতাল
রক্তের নেশা উঠেছে মাথায়
হিংস্র বন্য মাতাল।
রামায়ণ-গীতা দেখে না খুলে
উরন চন্ডির দলে
অপব্যাখ্যায় রয়েছে মেতে
দু'পায়ের পশু কুলে।
কুরআন-পুরান রূপকে ভরা
বুঝে না সন্ত্রাস-মৌলবাদী
মানুষ মারিয়া পূণ্য খোঁজে
আছে যতো গবাদি।
ধর্মের খোলসে অধর্ম করে
যতো মন্ত্রভূক পরজীবী।
হত্যায় মেতেছ জ্যান্ত দেবতা
তমাছন্নে ঘেরা হৃদয় রবি।
গ্রন্থ যতো এনেছে জ্ঞানী
প্রেমের বাণী ভরপুর
ঈশ্বর সেবায় সৃষ্টি প্রীতি
এখানে ধর্মের অঙ্কুর।
সত্য যুগের অবতার যিনি
অহিংসা করেছে প্রচার
নারায়ণ নামে পূর্ণ রথ
লক্ষ্মী করিয়া অধিকার।
ত্রেতায় রাবন বিপরীত
হনুমান প্রেমের স্মারক
বক্ষে তার ফুটায়েছে যুগল
প্রেম সুধায় ঈশ্বর ধারক।
দ্বাপরে কৃষ্ণ দিয়েছে প্রেম
অধর্ম করে সংহার
কুরুক্ষেত্রে হিংস্রের বধ্
আশি মণ পৈতার পাহাড়।
কলির কেষ্ট গৌরাঙ্গের নাম
নিমাই একই রূপে
প্রেম বিলিয়েছে জনে জনে
সন্ন্যাসী জীবন স্বরূপে।
বেদ-বেদান্ত দেখো ঘেটে
কী বলেছেন ভবিষ্যৎ
সাহারার বুকে জাহারা
স্ব-গৌরবে মুহাম্মদ (স:)।
চলমান প্রেম, ধর্মও তাই
নেই তো পিছনে বাঁধা
উর্বর চিন্তায় স্বর্গ সুখ
বিলাপে রয়েছে গাঁধা।