রাজারহাটে উমরমজিদ ইউনিয়নে লকডাউন সফল করতে সচেতনতা ও মাস্ক বিতারণ

মোঃআকাশ সরকার,কুড়িগ্রাম প্রতিনিধিঃ করোনা মোকাবিলায় সরকার ঘোষিত লক ডাউনের ১ম দিনের কর্মসূচী সফল করতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উমরমজিদ ইউনিয়নের তরুন নেতা  মোঃ জহুরুল ইসলাম তালুকদার (ময়নাল)। সংগ্রামী সাধারণ সম্পাদক,৬নং উমরমজিদ ইউনিয়ন।বাংলাদেশ আওয়ামীলীগ।তার উদ্যোগে আজ   ফরকেরহাট  বাজারে ও অপেক্ষাকৃত অধিক জনসমাগম এলাকায় সাধারন মানুষদের  মাঝে সচেতনতা ব্যাপারে অবহিত করেন।  এ সময় তিনি  জনগনকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধানের কথা বলেন। এবং লক ডাউনের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। পরে তিনি সবার কাছে মাস্ক বিতারণ করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ