গফরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত


আশরাফ আলী ফারুকী স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় লংগাইর ইউনিয়ন যুবলীগ নেতা ও ব্যবসায়ী স্বপন মিয়া (৪০)কে দেশীয় অস্ত্র দিয়ে এলাপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। লংগাইর ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টার দিকে উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে যুবলীগ নেতা স্বপন গোলাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে লংগাইর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় গোলাবাড়ি বাইগারটেক রাস্তার মোড়ে লংগাইর ইউনিয়ন বিএনপি নেতা আমির ও কালামের ৭/৯ জনের একদল সশস্ত্র লোক স্বপনের পথরোধ করে। তাকে মোটরসাইকেল থেকে টেনে টেনে-হিচঁড়ে নামিয়ে রামদা, ডেগার দিয়ে এলাপাথারি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন , থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ