কৌশিকচৌধুরী,হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হিলিতে হালনাগাদ মূল্য তালিকা না টাঙানোয় ও স্যাম্পলের ঔষধ বিক্রির দায়ে ৩টি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার দুপুরে র্যাবের সহায়তায় হিলি বাজারে অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুরের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হিলি বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য তালিকা হালনাগাদ করছে কিনা এবং তা প্রদর্শন করা হচ্ছে কিনা। সেই সাথে ঔষধের দোকানগুলোতে স্যানিটাইজার, মাস্ক সরবরাহ কতটুকু এবং দাম বেশি রাখা হচ্ছে কিনা সেবিষয়ে আমরা তদারকি করছি।
হালনাগাদ মুল্য তালিকা না টাঙানোর অপরাধে হিলি বাজারের দুটি মুদিদোকানিকে ৮ হাজার টাকা ও স্যাম্পলের ঔষধ বিক্রির দায়ে ১টি ঔষধের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাত থাকবে বলে জানান তিনি।