ফরিদপুর প্রতিনিধি' নগরকান্দায় তালমা মোড় নামক স্থানে মাহিন্দ্র - পিক আপ মুখোমুখি সংঘর্ষে দু ' জন নিহত হয়েছে এবং আহত হয়েছে পাঁচ জন। তবে মাহিন্দ্র সব সময় বেপরোয়া একটি অবৈধ গাড়ি। এ গাাড়ির চালোকেরা না জানে কোন ট্রাফিক সিগনাল, না মানে কোন সিগনাল। সড়কে মনে হয় ওরাই রাজা। তাই এই গাড়ি গুলো মানসম্মত ব্যস্ততাপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ করা হোক।