আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে ব্যাবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে প্রবেশ করে ব্যাবসায়ীকে হত্যা চেষ্টা ও লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং ইউনিয়নের পুন্ডিত পুকুর বাজারে অবস্থিত মেসার্স তৌহিদ সেনেটারিজ ব্যাবসা প্রতিষ্ঠানে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যাবসায়ী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানাযায়, ১৭ই এপ্রিল শনিবার বিকেল ৫টায় উপজেলার শশিনগর গ্রামের ৭/৮জনের সংঘবদ্ধ দল মেসার্স তৌহিদ সেনেটারিজ ব্যাবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে প্রবেশ করে প্রতিষ্ঠানের মালিক খাইরুল ইসলাম (৪৩) ও তার ছেলে তৌহিদ ইসলাম (১৮) কে এলোপাথারি আঘাত করে তাদের কাছ থেকে ১লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। উক্ত বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা জানান, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার বিকাশ চক্রবর্তীর সাথে কথা বললে তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী ব্যাবসায়ী খাইরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)