করোনা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়

সুনামগঞ্জ প্রতিনিধিঃ করোনা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সাধারন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। 
শুক্রবার ৯এপ্রিল দুপুর বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন তাহিরপুর উপজেলার প্রধান স্বেচ্ছাসেবক আবু সায়েম সুনামগাঞ্জ জেলা শাখার  নির্দেশক্রমে তাহিরপুরে সাধারণ মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করেন।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন তাহিরপুর উপজেলার প্রধান স্বেচ্ছাসেবক আবু সায়েম মাস্ক বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সহপ্রধান স্বেচ্ছাসেবক নাইমুর রহমান , সদস্য আজহারুল ইসলাম ,আরমান আহমেদ,রিয়াদ,তাজুল ইসলাম,প্রমুখ। এ সময় আবুসায়েম বলেন, করোনা মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে হবে। প্রত্যেকে বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে। তারা সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে সর্বসাধারণকে মাস্ক পরাড় পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ