মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট(পাঁচবিবি)উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।গতকাল ১৫ ই এপ্রিল সন্ধ্যায়, শহরের স্টেডিয়াম মোড় এলাকায় লক ডাউনের বিধিনিষেধ মানতে বলায়,তিন ট্রাফিক পুলিশ মারধরের শিকার হোন।
পরে রাতে অভিযান চালিয়ে পুলিশকে চার জনকে গ্রেফতার করেন।এ ঘটনায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে।ধৃত আসামিরা হলেন- জয়পুরহাট পৌর এলাকার ফকির মন্ডলের ছেলে সান্টু মন্ডল (৩৫)সাহেব পাড়ার মোসলেম আলীর ছেলে চঞ্চল আলী (৩০)রুপনগর মহল্লার সোলাইমান আলীর ছেলে সাগর(৩৫)এবং গুলশান মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২৮)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বলেন,করোনার প্রকোপ কমাতে লকডাউনের দ্বিতীয় দিন বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর ছিলেন পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেডিয়াম মোড়ের চেক পোস্টের সামনে দিয়ে আটককৃত সান্টু মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।
মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশ তাকে আটক করে এবং গাড়ির কাগজ পত্র দেখতে চায়।এমন অবস্থায় স্থানীয় কয়েক জন যুবক সান্টুর পক্ষ নিয়ে ট্রাফিক পুলিশ কে মারধর করেন।আহতদের জেলা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে রাতে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।