![]() |
পেয়ারা চাষী জিন্নাত আলী |
স্টাফ রিপোর্টার: আমাদের দৈনন্দিন জীবনে কাঁচা ফল এর কোন বিকল্প নেই, তেমনি একটি ভিটামিন যুক্ত ফল হলো পেয়ারা, ভিটামিন সমৃদ্ধ এই ফল নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী, ক্যান্সার প্রতিরোধী
আর এই পেয়ারা চাষ করে সফল হয়েছেন
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের জিন্নাত আলী। তিনি পেয়ারা চাষ করে বেকার থেকে হয়েছেন স্বাবলম্বী,
তার সাথে কথা বললে তিনি জানান ছোটবেলা থেকে বিভিন্ন ফলের চাষ করে আসছিলেন , কিন্তু কোনভাবেই সফল হতে পারছিলাম না ,কিন্তু পেয়ারা চাষ করে আমি সফল হয়েছি। প্রথমে 10 শতক জমিতে পেয়ারা চাষ করি ওই ভাবে বুঝে উঠতে না পারার কারণে আমার বাগানের গাছগুলো, সব বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু পারে যখন আমি আবার এক বিঘা জমিতে নতুন করে গাছ লাগাই এবং স্যার ওষধ ঠিকমত প্রয়োগ করি। আমার বাগান খুব সুন্দর হয়ে ওঠে ,এবং আস্তে আস্তে ফুল আসে ফল ধরতে শুরু করে, এরপর এক বিঘার পাশাপাশি আমি আরো তিন বিঘা জমিতে পেয়ারা চাষ করি এখন আমার বাগানে প্রচুর পেয়ারা হচ্ছে প্রতিদিন আমি দুই থেকে তিন মণ পেয়ারা বাজারে বিক্রি করতে পারছি ।
জিন্নাত আলী আরো বলেন সরকার যদি আমাকে কোন সহযোগিতা করে , এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে আমি আরো বড় ধরনের বাগান করতে সক্ষম হব ,এবং আমি তাদেরকে বলি যারা আমার মত যারা বেকার আছে তারা যদি বসে না থেকে পেয়ারা চাষ টা শুরু করে তাহলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে।।