আজ রাত ৯ টায় নাগরিক টিভিতে 'মিসটেক লাভ'

যাযাবর পলাশঃ তরুণ মেধাবী নির্মাতা আরমান রহমান প্রত্যয়। সম্প্রতি তিনি নির্মান করেছেন তার প্রথম নাটক 'মিসটেক লাভ'। একদম ব্যাতিক্রম একটি গল্পে সাজানো হয়েছে নতুন এই নাটকটি। নতুন এই নাটকে অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, পারসা ইভানা, শিখা খান মৌ, সাইকা আহমেদ এবং আরও অনেকে।
'মিসটেক লাভ' শিরোনামে নতুন এই নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান আর এস প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হয়েছে।
নতুন বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে নাগরিক টিভিতে আজ রাতে বিশেষ এই নাটকটি প্রচার হবে বলে জানালেন নির্মাতা আরমান রহমান প্রত্যয়। তিনি বললেন- আমি সবসময় মেধার চর্চায় বিশ্বাশী। দর্শকরা বরাবরই ভালো ভালো কাজ দেখতে চায়। সময়ের সাথে সাথে যুগোপযোগী গল্পে কাজ করাটা যেমন গুরুত্বপূর্ন তেমনি ঠিক ততোটাই গুরুত্বপূর্ন হচ্ছে গল্পটা যেন অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে সেটা।সারাদিন কাজের পর আপনি দর্শক হিসেবে যখন আমার কাজটা দেখে একটু হলেও বিনোদিত হবেন, নির্মাতা হিসেবে সেটিই আমার সার্থকতা। সবসময় ভিন্ন ধরনের রুচিসম্মত গল্পে কাজ করার ইচ্ছা। তরুন নির্মাতা হিসেবে আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই যা আমার চলার পথের পাথেয়। প্রথম প্রোডাকশ হিসেবে নিজের সর্বোচ্চটুকু দিতে চেষ্টা করেছি এবং আমি ভাগ্যবান যে এমন মেধাবী আর্টিস্টদের সাথে কাজ করতে পেরে। পরিশেষে আমি 'মিসটেক লাভ' এর প্রযোজক রফিক ভাইয়া, আমার দাদা-দিদি, বন্ধু-বান্ধব এবং আমার মাকে ধন্যবাদ ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ