![]() |
বড়লেখায় করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে প্রশাসনের মাস্ক বিতরণ |
আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস ১৯ এর দ্বিতীয় ঢেউ এর কারণে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে বড়লেখা উপজেলার প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে বড়লেখায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করছে।
বড়লেখা থানা পুলিশের সেকেন্ড অফিসার প্রভাকর রায়ের নেতৃত্বে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে সাধারণ পথযাত্রী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের কে বিনামূল্যে মাস্ক পরিধান করে দেন এবং মাস্কের শতভাগ নিশ্চিত করতে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।