কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন!

চঞ্চল // কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে  ধারালো অস্ত্র দিয়ে ফামিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে তার সৎ ভাই।  ১১ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর উত্তরপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর উত্তরপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে ফামিদ হোসেন সকালে বাড়ির পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় তার সৎ ভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।দৌলতপুর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, নিহত ফামিদের বিরুদ্ধে থানায় মাদক, লুটতরাজসহ একাধিক মামলা রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ