![]() |
কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান |
মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমেদ সলমান আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে বুকে ব্যাথা জনিত কারনে অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে নিয়ে পাড়ি জমান বিভাগীয় শহর সিলেট ইবনে সিনা হাসপাতালে। সেখানে পরিক্ষা নিরিক্ষার পর বেশ কিছু টেষ্ট প্রদান করেন কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে চিকিৎসা চলমান, সন্ধ্যায় টেস্ট রিপোর্ট পাওয়ার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে এবং উন্নতর চিকিৎসার প্রয়োজন হলে রাজধানীতে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। উনার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন পরিবারের স্বজনেরা।