ক‌রোনাকা‌লে চলাচল ও কার্যক্র‌মের ক‌ঠোর নিয়ন্ত্র‌নের ম‌ধ্যে বিধি-নিষেধের আওতামুক্ত ব্যক্তি

সুমন হোসেন,যশোর জেলা প্রতিনিধিঃ

প্রতিষ্ঠানসমূহঃ*
১। ডাক্তার 
২। নার্স
৩। মেডিকেল স্টাফ
৪। কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
৫। ব্যাংকার
৬। ব্যাংকের অন্যান্য স্টাফ
৭। সাংবাদিক
৮। গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯। টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০। বেসরকারী নিরাপত্তাকর্মী
১১। জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী 
১২। অফিসগামী সরকারী কর্মকর্তা
১৩। শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা 
১৪। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য 
১৫। ফায়ার সার্ভিস 
১৬। ডাকসেবা
১৭। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা 
১৮। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

উপরোক্ত ব্যক্তিদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। তাঁরা শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন। চেকপোস্টেে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদেরকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য অনুরোধ করছি। আজকে 'জরুরি অফিস' খোলার দিন হওয়ায় অনেক চলাচল বাড়বে। উপরোক্ত ব্যক্তিগণ যাতে পুলিশের চেকপোস্টে পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে যেতে পারেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়ার জন্য অনুরোধ করছি। (বিনীত, এআইজি অপা‌রেশন্স-১)

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
*বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স*

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ