মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হিরোইন ও ৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক। এর আগে পৃথক দুই অভিযানে তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুরে ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মাজেদুর রহমান (৪০) নামের একজন ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। মাজেদুর শাজাহানপুর উপজেলার বাসিন্দা।ডিবি পুলিশের আরেক অভিযানে সোমবার রাত পৌনে ৯টার ৩০পিস ইয়াবাসহ গ্রেফতার হন জহুরুল ইসলাম(২০)। তাকে শেরপুর উপজেলার রনবীরবালা গ্রাম থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জহুরুল উপজেলার চকপোতা বাগড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, এই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)