কয়রায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও কয়রা থানার অফিসার ইনর্চাজ মোঃ রবিউল হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার পাড়, আব্দুল্যাহ আল মামুন লাভলু, মোহাঃ হুমায়ুন কবির, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কবি জিএম শামছুর রহমান, অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, অদ্রিশ আদিত্য মন্ডল, মাওলানা ইউনুছ আলী, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মলকুমার দাস, কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক নারায়ন মন্ডল, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ। পরে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এর আগে এমপি বাবু কয়রা উপজেলার অসহায় দুঃস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক বিতরন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ