বগুড়ায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকলীগের মাস্ক বিতরণ

মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ সাতমাথায় ২য় ধাপ করোনা মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রাখতে,  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত একযোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ অনুষ্ঠান উদ্ভোধন করেন।

সেউজগাড়ী মোড়, তিনমাথা রেলগেট, মেডিকেল কলেজ গেট, শাকপালা মোড়, বনানী মোড়, মোহাম্মাদ আলী হাসপাতাল গেট, বড়গোলা মোড়, কালীতলা হাট, মাটিডালী মোড়, সাবগ্রাম মোড়, চারমাথা মোড়, কলোনী বাজার, চেলোপাড়া মোড়, মালতীনগর বাজার মোড়, ফুলবাড়ী মোড়, খান্দার বাজার সহ আরো ইত্যাদি পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি একেএম এনামুল বারী টুটুল, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, বাবু বিনয় নাথ, নাজমুল কাদির শিপন, বনি ছদর খুররম, আরিফুল হক বাপ্পী, মশিউর রহমান মামুন, রাকিবুল ইসলাম রাজু, আয়নাল হক নয়ন, প্রভাষক মামুন, মিনহাজুল ইসলাম মিনহাজ্ব, নাজমুল হাসান ওরেঞ্জ, রাশেদ ইসলাম, সোহানুল ইসলাম সোহান, লিটন শেখ, মনির হোসেন, আল-আমিন সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ