কুষ্টিয়া জেলা প্রতিনিধি //চঞ্চল হোসেন: কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর ও শান্তিনগরে পর পর ৩ দিনে ৩ টি পান বরজে আগুন লেগে ৩ কৃষকের প্রায় ৩০০ পিলি পান বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, গত ১২,১৩,১৪ এপ্রিল (সোমবার, মঙ্গলবার, ও বুধবার) আনুমানিক সন্ধ্যার পরে হঠাৎ করেই পর পর তিন দিনই আগুন লেগে ঝলশিয়ে পুড়ে নষ্ট হয়ে যায় পান বরজ গুলো। আরও জানা
যায়, গত ১৪ ই এপ্রিল (বুধবার) সন্ধ্যার পর মথুরাপুর উত্তরপাড়ার ফজলুল হক দেওয়ানের শান্তিনগর গ্রামের ১৩০ পিলি পান বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও আর ২ ব্যাক্তির আনুমানিক ১৫০ পিলি পান বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
দৌলতপুরের মথুরাপুরের মানুষের অর্থনীতির মূল চালিকা শক্তিই হলো পান চাষ। কিন্তু এভাবে দুর্বৃত্তরা যদি মুল্যবান এই পান চাষের ক্ষতি করে তাহলে পথে বসে যাবে পান চাষিরা এমনটাই বলছেন এলাকাবাসী।