সিরাজগঞ্জ রতনকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে হামলা

ভাংচুরের দৃশ্য!
 
মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। ২৪ই এপ্রিল শনিবার সকাল ৭.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে হরিনারায়নপুর গ্রামে বাড়ী ঘর হামলা ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও সরে জমিনে গিয়ে জানা যায়, হরিনারায়ন পুর গ্রামে মৃত মোকছেদ আলীর ছেলে মিন্টু (৫০), মোতালেব (৪৫), আতাহার (৪০) গং দীর্ঘ দিন ধরে পৈতৃক সম্পত্তির উপর বাড়ী ঘর করে বসবাস করে আসছে। একই গ্রামের মোনছের আলীর ছেলে মোজাম, জয়নাল, ময়নাল, সুজাব গং এর সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা সংক্রান্ত ব্যপার নিয়ে বিরোধ চলে আসছে। সেই পূর্ব শত্রুতার জেরে ২৪ এপ্রিল শনিবার সকাল ৭.৩০ ঘটিকার সময় বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকাতে বাড়ী ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। এতে মোতালেবের স্ত্রী নাছিমা খাতুন (৪০), মৃত মিনহাজ মন্ডলের স্ত্রী ফুলমালা (৬৮), হোসেন আলীর স্ত্রী ফুয়ারা (২৬) ৯ মাসের অন্তসত্বা, তারা বাধা দিতে গেলে তাদের এলোপাতারি মারপিট শুরু করে বলে অভিযোগ করেন। মোতালেবের স্ত্রী মোছাঃ নাসিমা খাতুন বলেন আমার স্বামী দিন মজুরের কাজ করে খায়, সকালে উঠে মাঠে কাজ করার জন্য যাওয়াতে বাড়ী ফাকা পেয়ে মুজাম, জয়নালের গং এর ৩০/৩৫ জন এসে আমাদের বাড়ী ঘেরাও করে ঘরের বেড়া লোহার দা, কুড়াল দিয়ে কোপাইয়া ঘরে থাকার জিনিস পত্র ভাংচুর করে এবং অনেক গুলো চারা গাছ পালা কেটে ফেলে। এতে আমি বাধা দিলে আমাকে এলোপাতারি কিল ঘুসি মারে। আমার কোলে ছিল দের মাসের শিশু বাচ্চা। আমার বাচ্চাকে কেরে নিয়ে ছুড়ে ফেলে দেয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যপারে স্থানীয় মুরুব্বী আব্দুল মালেক, সেরাজ আলী মন্ডল বলেন শত্রুতার জের ধরে বাড়ী ভাংচুর ও গাছ পালাসহ মহিলাদের মারপিট করেছে বলে শুনেছি এবং দেখলাম। তবে বিষয়টি খুবই দুঃখ জনক। আমরা এর একটা মিমাংশার প্রক্রিয়া করছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ