মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পলিকাদোয়া গ্রামে বাড়ির ড্রেনের পানি যাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার রেশে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোঃ রেজাউল করিম(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল ২৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পলিকাদোয়া গ্রামে বাড়ির ড্রেনের পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোঃ রেজাউল করিম (৪৫)এবং মোঃ আলমের মধ্য বাড়ির ড্রেনের পানি যাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়।ঝগড়া চলাকালিন সময় আলম উত্তেজিত হয়ে রেজাউল কে লাঠি দিয়ে আঘাত করলে রেজাউল ইসলাম গুরুতর আহত হোন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তার পরিবার তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে দ্রুত বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্য হয়।এ হত্যাকাণ্ডে এখনো কোন মামলা হয়নি।
