![]() |
মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি: আওয়ামী লীগ সব সময় অবহেলিত মানুষের বন্ধু। যে কোন সংকটে আওয়ামী লীগ সবার আগে দূর্গত মানুষের পাশে দাঁড়ায়। এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা। জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদের সেভাবেই দিক-নির্দেশনা প্রদান করেন। আমাদের দেশের প্রতিটি মানুষের সকল সংকটে শেখ হাসিনা ও তাঁর কর্মীরা সবার আগে পৌছে যায়। চলমান করোনা সংকটেও আমাদের কর্মীরা অনাহারী মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র রমজান মাসে ছিন্নমূল মানুষের সেহরীর ব্যবস্থা করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ। বিশেষ করে যারা বিভিন্ন হোটেল বা দোকানে গিয়ে খাবার সংগ্রহ করতে পারতো, বর্তমানে লকডাউনে তারা আরো অসহায় হয়ে পড়েছে। সেজন্য তাদের খাবারের ব্যবস্থা করেছে আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটি। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদেরকে অভাবী ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।
২৪ এপ্রিল শনিবার রাত ২:৩০টায় দিনাজপুর শহরের রেল স্টেশন চত্ত্বরসহ বিভিন্ন এলাকার ছিন্নমুল ও ভবঘুরে মানুষের মাঝে সেহরী বিতরণকালে কোভিড-১৯ উপলক্ষ্যে গঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক আলতাফুজ্জামান মিতা, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদস্য ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, সদস্য মীর শরীফ উদ্দীন মনি, যুবলীগ নেতা নাহিদ আলম রানা, ছাত্রলীগ নেতা সিফাত রহমান লিমন, নোমান আহমেদ, হাবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, তাঁতী লীগ নেতা সোহাগ প্রমূখ
