কে এম রুবেল বিশেষ প্রতিবেদকঃ সারা দেশে যখন মহামারী করোনা পরিস্থিতিতো মানুষের জীবন যাত্রা অচল ও কর্মহীন হয়ে পড়েছে গ্রাম গঞ্জের সহ শহর অঞ্চলের সর্বসাধারনের, ঠিক তখন সামনে আসছে মুসলিম সসম্প্রদায়ের পবিত্র মাহে রমজান সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, আর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এ ধরনের বড় বড় উৎসব গুলোকে কেন্দ্র করে উদযাপন করতে পারবে কিনা সেটা নিয়ে ও রয়েছে সাধারণ মানুষের মাঝে নানা রকম হতাশা। মহামারী করোনা পরিস্থিতিতে জনগন কে সুস্থ রাখার জন্য ইতি মধ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২ দফা কঠোর লকডাউনের ঘোষণা, আর এ লকডাউনের কারনে থমকে গিয়েছে বাংলাদেশের অর্থনিথীর চাকা, বন্ধ হয়েছে বাংলাদেশ খেটে খাওয়া অসহাই শ্রমিক দের কর্মসংস্থান,
অচল হয়েছে গ্রাম গঞ্জের ব্যবসা থেকে সহ শহর অঞ্চলের পোশাক কারখানা,এমতা অবস্থাই ঘনিয়ে আসছে ইউপি নির্বাচন, আর ইউপি নির্বাচন কে কেন্দ্র করে নানা রকম স্বপ্ন দেখছেন তরুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের মাঝে, সাধারনত নির্বাচন আসলে দেখা যাই একটা আনন্দের আমেজ থাকে, হাটে বাজারে আলোচনায় ব্যস্ত থাকে পাড়ার চায়ের দোকান গুলো, গ্রামের জনগনদের কাছে ইউপি নির্বাচনের খুশির আমেজ যেমন থাকে সবার কাছে ঠিক তেমন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে থাকে সবার মাঝে প্রার্থীতা ও প্রার্থীদের সমর্থকদের মাঝে হামলা মামলা সহ নানা রকম আইন বিরুদ্ধী কার্যক্রমের ভয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়ে গেছে ফেনী জেলার ফুলগাজী থানাধীন আমজাদ হাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের মেম্বার প্রার্থীদের মাঝে, এখন পযন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আগাম প্রস্তুতিতে আমজাদ হাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড়ের (বসন্তপুর) সম্ভাব মেম্বার পদ প্রার্থীদের মাঝে, এখন পযন্ত বসন্তপুরে ৫ নং ওয়ার্ড়ে ৩ জনের অধিক সম্ভাব মেম্বার পার্থী রয়েছে এ তিন জনই বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এ তিনজন সম্বাভ মেম্বার প্রার্থীরা হলেন বসন্তপুর এলাকার মৃত জতিন্দ্র এর ছেলে হারাদন আইস তিনি উক্ত ওয়ার্ড়ের বর্তমান মেম্বার আরেক জন হলেন বসন্তপুর উত্তর পশ্চিম পাড়ার মৃত ওবায়েদ উল্লার চতুর্থ ছেলে প্রবাশ ফেরত আমজাদ হাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব শিমুল ৩য় জন হলেন পূর্ব বসন্তপুর উত্তর পাড়ার মৃত নরুল হকের ২য় সন্তান মো মনির আহম্মেদ (মনু মিয়া) তিনি গত ২০১৫ সাল থেকে আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওর্য়াড় (বসন্তপুর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন, মনির আহমেদ (মনু মিয়া) ১৯৬৪ সালে পূর্ব বসন্ত পুর জন্ম গ্রহন করেন শিক্ষা জীবনে তেমন শিক্ষা অর্জন না করতে পারলে ও অর্জন করে নিয়েছে বসন্তপুর এলাকার সম্মান ও ভালোবাসা তিনি বর্তমানে তিনি ৫ সন্তানের জনক আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের কাছে তিনি উক্ত এলাকার দক্ষ রাজনৈতিকবীদ তিনি দৈনিক আলোকিত দেশ কে বলেন তিনি যদি উক্ত এলাকার মেম্বার পদে নির্বাচিত হন তাহলে মেম্বার হিসাবে প্রথম কাজ হিসাবে উক্ত এলাকা শতভাগ মাদকমক্ত, গ্রামের অসহাই মানুষের পাশে থেকে সার্বিক উন্নয়ন মূলক কাজ সম্পর্ন করাই আমার মূল লক্ষ্য এদিকে ৫ নং ওয়ার্ড়ের বর্তমান মেম্বার হারাদন আইস বাংলাদেশ আওয়ামী লীগের দারুণ সমর্থক হিসাবে বিশেষ পরিচত তিনি তার জীবন জিবিকা নির্বাহ করে আমাজাদ হাটে ব্যবসার মধ্য দিয়ে তিনি বসন্তপুর দক্ষিন পাড়া ১৯৬৭ সালে জন্ম গ্রহন করেন হারাদন আইস বর্তমানে ৩ কন্যা সন্তানের জনক হারাদন আইস শিক্ষাগত যোগ্যতাই নবম শ্রেণী পযন্ত তিনি তার পরিবারের হাল দরতে গিয়ে আর শিক্ষা জীবনে পা রাখতে পারে নাই, জনাব হারাদন আইস দৈনিক আলোকিত দেশ কে জানান তিনি যদি আবার নির্বাচিত হন তাহলে উক্ত ওয়ার্ড়ের কাচা মাটির রাস্তা গুলো কে পাকা করন সহ এলাকার সকল দরিদ্র পরিবার কে সরকার ঘোষিত সকল সেবা প্রধান এলাকার সকল উন্নয়ন কাজে নিজেকে বিলিয়ে দিবেন বলে জানান
অন্য দিকে বসন্ত পুর উত্তর -পশ্চিম পাড়ার তরুন সমাজ সেবক আবু তৈয়ব (শিমুল) দীর্ঘ দিন প্রবাসে কাটালে এবার দেশে ফেরিই সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমজাদ হাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের (বসন্তপুর) মেম্বার নির্বাচিত হয়ে উক্ত এলাকার সেবা মূলক কাজ করা, মেম্বার প্রার্থী আবু তৈয়ব (শিমুল) ১৯৮২ সালে পূর্ব বসন্তপুর উত্তর -পশ্চিম পাড়াই জন্মগ্রহণ করেন,শিক্ষা জীবনে তিনি ১৯৯৯ সালে খেজুরিয়া মমতাজ উদ্দিন উচ্ছ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মানবিক বিভাগ থেকে সেকেন্ড ডিভিশন নিয়ে পাশ করেন মেম্বার প্রার্থী আবু তৈয়ব শিমুল রাজনৈতিক জগতে আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন ২০০২ সালে, তিনি বর্তমানে ২ কন্যা সন্তানের জনক দৈনিক আলোকিত দেশ কে আবু তৈয়ব শিমুল বলেন তিনি যদি উক্ত এলাকার মেম্বার পদে নির্বাচিত হন এলাকার যুব সমাজ কে মাদক মক্ত রেখে যুব সমাজ এলার উন্নয়নের কাজে ব্যবহার করাবো, এবং সে সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা,বাল্য বিবাহু বন্ধা সহ এলাকার সকল সকল উন্নয়ন কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবো