মোঃআরিফুল ইসলাম অনিক, জয়পুরহাট(পাঁঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃ উত্তরবঙ্গের সব চেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিত জয়পুরহাট জেলার পাঁঁচবিবি উপজেলার গরুরহাট।বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতে গরু সাপ্লাই হয়ে থাকে এই হাট থেকে।
অদ্য মংগলবার এই বাজারে ঘুরে দেখা গেছে, কোন প্রকার স্বাস্থ্য বিধি মানার তো লক্ষন নাই সাথে কারো মুখে কোন মাস্কও নাই।
আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।কিন্তু লকডাউনের আগের দিন দেখা গেল এক অন্যরকম চিত্র।গরুর হাটে তিল ধরানোর জায়গা ফাকা নেই।ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভীড়।বাজারের অন্যান্য জায়গায় ঘুরে দেখা গেছে,সব জায়গায় মানুষের উপস্থিতি অনেক বেশি।
ঈদের বাজারের মত মানুষ কেনাকাটা করছে।তবে কি লক ডাউনের আগের দিন করোনা কাউকে ইফেক্ট করবেনা??প্রশ্ন কিছু সচেতন লোকের । জীবনের ঝুকি নিয়ে গরুরহাটে হাজার হাজার মানুষকে জমায়েত করে গরু কেনা বেচা করার ফলে,যদি সাধারণ জনগন ক্ষতিগ্রস্ত হয় তবে এই দায়ভার কার??