আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টে পরিচালনা করে ৩টি মামলায় সর্বমোট ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের পরামর্শে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করায় গোয়ালডাঙ্গা বাজার থেকে পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের সাত্তারকে ২০০ টাকা, গোয়ালডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামকে ৩০০ টাকা, কালীগঞ্জ উপজেলার মাহফুজুর রহমানকে ৩০০ টাকা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে অফিস সহকারি মোস্তাফিজুর রহমান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
