যশোর জেলা প্রতিনিধিঃ যশোর অভয়নগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগ পাওয়া গেছে।অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে এঘটনা ঘটেছে। এবিষয়ে, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবসহ অন্যান্য নেতাকর্মী উপজেলার সিংগাড়ী বাজারে ইলিয়াস হোসেনের সাথে একটা সমিতির অফিসে বসে গল্প করছিল। এ সময় ওই এলাকার প্রবীন সাংবাদিক ও কবি এইচ এম সিরাজুল ইসলাম জাতির জনকের একটি বাধাই করা ছবি হুইপকে উপহার দেন। তিনি ছবিটি ওই অফিসের দেওয়ালে ঝুলাইয়া দেন এবং বাড়ি যাওয়ার সময় ছবিটি নিয়ে যাওয়ার জন্য হুইপ মহোদয়কে অনুরোধ করেন।
সাবেক হুইপ ছবিটি নিতে ভুলে যান। পরবর্তিতে তিনি ছবিটি ইলিয়াস হোসেনের কাছে চাইলে তিনি ফেরত দিতে পারেননি।তিনি বলেন,'ছবিটি কোথায় আছে ,কী হয়েছে তা আমি জানি না।
এরপর অনুসন্ধানে ওই গ্রামের এখলাস মোড়লের ছেলে মোনজেল মোড়লের মাধ্যমে সাবেক হুইপ জানতে পারেন যে ইলিয়াস হোসেন শেখ উক্ত ছবি নামিয়ে পায়ের নিচে পিষ্ট করেছেন এবং ছবির চোখ দুটির জাইগা ছিড়ে বিকৃত করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয় এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইলিয়াস এ ঘটনায় গা ঢাকা দিয়েছেন এবং বঙ্গবন্ধুর অনুরুপ সংগ্রহ করে তিনি এলাকার মোস্তাইন মোল্যার ছেলে মোঃ হাফিজের মাধ্যমে হুইপের কাছে পাঠানো চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন,'অভিযোগ সম্পুর্ন মিথ্যা, বানোয়াট। পুলিশ তদন্ত করছে সত্যতা বেরিয়ে আসবে।'অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান,'অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তের জন্য থানার ওসি (তদন্ত) মিলন মন্ডল সাহেবকে পাঠিয়েছি। সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেব।'
