আসছে গানচিত্র "মুক্তি দিলাম পাখি তোরে"

বিনোদন ডেস্কঃ আজ মুক্তি পাচ্ছে নতুন গানচিত্র "মুক্তি দিলাম পাখি তোরে"। প্রযোজনা প্রতিষ্ঠান বিট জোন এর ব্যানারে মুক্তি পেয়েছে এই নতুন গানচিত্রটি। এটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম নাট্য। 
কাজী রাসেল এর গীত রচনায় এই গানের সুর করেছেন সামরান মিলন এবং  সঙ্গীতায়োজন এর পাশাপাশি গানটিতে কন্ঠ  দিয়েছেন সঙ্গীতশিল্পী পূর্ণ মিলন। গানটিতে মডেল  হিসেবে অভিনয় করেছেন সাহস রিজ, নওশিন মেঘলা ও জনি।
ঢাকার বাহিরে শ্রীনগর আরমান রির্সোট এবং দোহার পদ্মা নদীর চরে গানটির শুটিং করা হয়েছে। মনের ভিতর দাগ কেটে যাওয়ার মতো দারুণ একটি গল্প দিয়ে সাজানো হয়েছে নতুন এই গানচিত্রটি। ১১ তারিখ রবিবার সন্ধা ৭ টায় বিট জোন ইউটিউব চ্যানেল রিলিজ দেওয়া হবে গানটি।
মডেল অভিনেতা সাহস রিজ বলেন, এর আগেও আমি অনেক গুলো মিউজিক ভিডিওতে কাজ করেছি। "মুক্তি দিলাম পাখি তোরে" এই গানে নতুন ভাবে নাট্য ভাই আমাকে তার নতুন মিউজিক ভিডিওতে মডেল  হিসেবে কাজ দিয়েছে এবং কাজটি করে আমার বেশ ভালো লেগেছে।
মেঘলা বলেন, আমি এই মিউজিক ভিডিওতে কাজ করে বেশ মজা পাইছি। আমার সাথে সাহস রিজ ভাইয়া এক সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। এবং আশা করি সবার কাছে মিউজিক ভিডিওটি বেশ ভালো লাগবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ