নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ  দেশব্যাপী চলাকালীন লকডাউনের মধ্যে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকাপের চাকায় পিষ্ট হয়ে ৪০ বছরের অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
 সকাল সোয়া ৯টায় সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসষ্ট্যান্ডের সামনে ব্যাটারী চালিত ইজিবাইকে যাওয়ার পথে পিকাপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

 প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন জানান, ব্যাটারী চালিত ইজিবাইকে যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাত একটি পিকাপ ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পরে যায় ঐ নারী। পরে পিকাপটি ঐ নারীর মাথার উপর দিয়ে চাকা উঠিয়ে দিয়ে দিলে মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয় নারীর।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পিকাপের চালক সাথে সাথেই দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ