মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃইন্দুরকানীতে মাস্ক বিতরণ করেছেন সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে। করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ইন্দুরকানী উপজেলা সেচ্ছাসেবক লীগ।
সোমবার (১৯ এপ্রিল) ইন্দুরকানী উপজেলার এল.জি. ই.ডি. ব্রিজ ও ইন্দুরকানী বাজারের সদর রোডের বেলতলা মোড়ে ও আশেপাশেসহ এলাকার বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করেছেন সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় জনসাধারণকে মাস্ক পরতে সচেতন করা হয়।
কর্মসূচি সম্পর্কে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এম এম ওবাইদুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, 'করোনাকে প্রতিরোধ করতে মাস্ক এর ব্যবহার জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।'
এসময় সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এস এম শিমুল সহ-সভাপতি, মোঃ মেহেদী হাসান দপ্তর সম্পাদক, মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক, মিল্টন মন্ডল ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, মোঃ এনামুল হাওলাদার আহ্বায়ক, মোঃ মিজানুর রহমান ফকির যুগ্ন আহবায়ক, মোঃ বিপ্লব সিকদার যুগ্ন আহবায়ক, মোহাম্মদ নাঈম হাওলাদার যুগ্ন আহবায়ক, মোঃ মেহেদি হাসান, মোঃ ফাইজুল শিয়ালী ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, আরো উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান বাচ্চু আহ্বায়ক বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।