কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ কৃষক বাঁচাও দেশ বাঁচাও' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ কৃষকলীগ উপজেলা, পৌর ও ইউনিয়ান শাখা উদ্যোগে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে ও দোয়া খায়ের আয়োজন করা হয়।
এছাড়া দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বিকালে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতারণ করার কথা বলেন।
এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি জর্নাদ্দন রায়, সাধারণ সম্পাদক মহসীন আলী, পৌর কৃষকলীগের সভাপতি মিলন মন্ডল, সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।