![]() |
মেহেরপুরে করােনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম দিনের লকডাউন ঢিলেঢালা |
তানভীর আহমেদ, মেহেরপুর প্রতিনিধি:এক সপ্তাহের লকডাউনের প্রথম দিনের সকালে গাংনী উপজেলা শহরের দােকান-পাট বন্ধ রয়েছে। তবে ছােট ছােট কিছু দােকান খুলে রাখার দৃশ্য দেখা গেছে। সরকার ঘােষিত গণপরিবহন বন্ধ থাকলেও গাংনী ছােট ছােট যানবাহন (অটােভ্যান,অটাে রিক্সা,আলম সাধু,সিএনজি,ট্রাক) যথারীতি চলাচল করছে।
এদিকে গাংনী উপজেলা শহরের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ি ও কর্মচারীদের মধ্যে ক্ষােভ বিরাজ করছে।দােকান-পাট বন্ধ ঘােষণার প্রতিবাদে আজ গাংনী উপজেলা শহরের ব্যবসায়ি ও কর্মচারীরা বিক্ষােভ ও প্রতিবাদ করেছেন।