তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরে নতুন করে আরো ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ১ জনই সদর উপজেলার । এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন বর্তমানে ৫৬ জন।
আজ রাতে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, মেহেরপুরে নতুন করে ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১ জন মেহেরপুর উপজেলার বাসিন্দা।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর উপজেলায় ২৮ জন, গাংনী উপজেলায় ২০ ও মুজিবনগর উপজেলায় ৮ জনসহ বর্তমানে সর্বমোট ৫৬ জন করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৬৩৬৩ টি। এদের মধ্যেএ পর্যন্ত জেলায় সম্পূর্ণ সুস্থ হয়ে ৬৭০ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৮ জন।