যশোরের নান্টু নায়ক নাসিরুদ্দিনের কপি!

বিনোদন ডেস্কঃ  নায়ক নায়িকা গায়ক গায়িকার জীবন আচরণ চেহারা সব কিছুর প্রতি সাধারণের আগ্রহ আকর্ষণ বেশি। নায়ক নায়িকাদের চেহারার সাথে কিংবা ভাবে কারো মিল থাকলে তিনিও হয়ে উঠতে পারেন সেলিব্রেটি! ভারতে সালমান খান, অক্ষয় কুমার, রাণবীর কাপুর, আনুশকা শর্মা কিংবা ঐশ্বরিয়া রাইয়ের মতো হুবহু দেখেতে এমন লোককে এর আগে দেখা গিয়েছিলো। পাওয়া গেছে শাহরুখ খানের মতো হুবহু দেখতে এক ব্যক্তিকে। এবার ভারতের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহের হুবহুর খোঁজ মিলেছে যশোরে! যশোর শহরে আনোয়ারুল কবির নান্টু শহরের অনেকের কাছেই নায়ক নাসিরুদ্দিন শাহ হিসেবে সমাদৃত! সম্প্রতি নান্টু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার কিছু ছবির সাথে জনপ্রিয় এ নায়কের ছবি দিয়ে শিরোনাম লিখেছেন ' মিয়াভাই বাড়ি কম্পিলিট, এনআরসির আগেই চলেআসো, একসাথে ঈদ করবো।' এ পোস্টের পর নান্টুকে নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই তাদের বর্তমান চেহারার মিল আছে বলে একমত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ