![]() |
| আব্দুল মান্নান |
মোঃ আওলাদ হোসেন, উপজেলা প্রতিনিধি, দৌলতখান,ভোলাঃ দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ৭১বাংলা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট কাজি জামালের বাবা বিশিষ্ট আলেমে দ্বীন কাজি মাওলানা আব্দুল মান্নান (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….. রাজিউন)
রোববার দুপুর আড়াইটার দিকে তার ছোট ছেলে কাজি ইকবালের ঢাকার বাসায় তিনি ইন্তেকাল করেন।দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিকে ভুগছিলেন তিনি। কিছুদিন থেকে তিনি উন্নত চিকিৎসার জন্য তার ছোট ছেলে কাজি ইকবালের ঢাকার বাসায় থাকেন।
মৃত্যুকালে চার ছেলে, চার মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।ঢাকা থেকে এনে তাঁকে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাজি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মরহুমের জানাজা নামাজ আগামীকাল সকাল ১১.০০ ঘটিকায় সৈয়দ পুর ইউনিয়নে পরিষদের মাঠি অনুষ্ঠিত হবে বলে ক্বাজী জামাল নিশ্চিত করেছেন।
