মোঃ আওলাদ হোসেন জেলা প্রতিনিধি,ভোলাঃ ভোলা চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সুন্দরী ব্রীজ সংলগ্ন ভূইয়াদের ছাড়া বাড়িতে অজ্ঞাত দুই ব্যাক্তির মাথা বিহীন পোড়ানো লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ৷ ধারনা করা হয়েছে লাশের বয়স আনুমানিক ৩৫-৪০ বছরের মধ্যে হবে৷
বৃহস্পতিবার ৮ এপ্রিল দুপুর ১২টার সময় মোঃ আজাদ নামের এক কৃষক তার বাড়ির পুকুরে গেলে এ পোড়ানো লাশ দেখতে পায়৷ পার্শ্ববর্তী লোকজনকে ঘটনা বললে তারা চরফ্যাশন থানা পুলিশকে খবর দেন৷
এ খবর শুনে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন, আছলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মনজু সহ নেতৃবৃন্দ ঘটনা স্থান পরিদর্শন করেন৷ সংবাদ সংগ্রহের শেষ সময় পর্যন্ত লাশের কোন পরিচয় শনাক্ত করা যায়নি এবং চরফ্যাশন উপজেলার কোন ব্যাক্তি নিখোঁজের সংবাদও পাওয়া যায়নি৷
এ মর্মান্তিক ঘটনা সম্পর্কে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে৷ কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি৷ আমরা তদন্ত সাপেক্ষে পুরো ঘটনা উদঘাটনের চেষ্টা করছি