![]() |
| মেহেরপুরে করোনা রোগীর সংখ্যা বাড়ছে! |
তানভীর আহম্মেদ,মেহেরপুর প্রতিনিধিঃ জেলায় দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত রোগী সংখ্যা। আজ একদিনেই করোনায় আক্রান্ত হয়েছেন ১০জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন- মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন শহর ও গ্রামে সমানতালে বাড়ছে রোগীর সংখ্যা।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানিয়েছেন- মেহেরপুরে ১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে যার ১০ জনের রিপোর্ট পজেটিভ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪ জন, গাংনী উপজেলার ২ জন ও মুজিবনগর উপজেলার ৪ জন বাসিন্দা।
