রহমতউল্লাহ ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলার মহাদেবপু উপজেলায় নবম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে।অপহরণের ১৫ ঘণ্টা পর শনিবার ৩ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার নাটশাল গ্রাম থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করাহয়।
রাকিব হাসান (২১) নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে থানা পুলিশ।আজ ৪ এপ্রিল, রবিবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এর আগে শুক্রবার রাতে মহাদেবপুর সদর ইউনিয়নের অলংকারপুর গ্রাম থেকে তাকে অপহরণ করা হয় বলে দাবি করেছেন ছাত্রীর বাবা। রাকিব উপজেলার শিবরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মহাদেবপুর থানায় 'নারী ও শিশু নির্যাতন দমন আইনে' একটি মামলা দায়ের করেন।নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা বলেন, মেয়ে স্কুল ও প্রাইভেট থেকে আসা-যাওয়ার পথে রাকিব হাসান প্রায়ই উত্ত্যক্ত করত।বিষয়টি নিয়ে রাকিবকে একাধিকবার সতর্কও করা হয়েছিল।
গত শুক্রবার রাত ১১টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে বাসায় ফেরার পথে রাকিব ও তার লোকজন মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে উপজেলার নাটশাল গ্রামের আবদুল মান্নানের বাড়িতে আটকে রেখে মেয়েকে ধর্ষণ করে রাকিব।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহাদেবপুর থানার (এস আই) এমদাদ আলীর নেতৃত্বে নাটশাল এলাকায় অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার এবং রাকিবকে গ্রেফতার করা হয় বলে জানান।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, 'আটক রাকিবকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।