পোরশায় মুজিববর্ষ উপলক্ষে আবারোও ৫০ টি গৃহহীন পরিবার পাচ্ছে বিনামূল্যে নতুন পাকা বাড়ি

মোঃ রাকিব  উপজেলা  প্রতিনিধিঃ নওগাঁ জেলার পোরশা উপজেলা সদর থেকে উত্তরে দুই কিলোমিটার দূরে প্রাকৃতিক মনোরম পরিবেশে উপজেলা প্রশাসন এর তত্বাবধানে মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর নির্দেশনায় গড়ে উঠছে ‍গৃহহীনদের জন্য নতুন আবাসন ব্যবস্থা।

সরে জমিনে গিয়ে দেখা যায়,  ইতিমধ্যে প্রায় ৩৭ টি পাকা ঘর তৈরি করা হয়েছে। আরোও ঘর তৈরির কাজ দ্রুত গতীতে এগিয়ে চলেছে। দ্বিতীয় ধাপে এবার ৫১টি  গৃহহীন পরিবার পাচ্ছে নতুন বাড়ি (ঘর)। এর আগে প্রথম ধাপে এ উপজেলায় ৫৪ টি গৃহহীন পরিবার পায় মাননীয় প্রধানমন্ত্রীর ‍উপহার নতুন ঘর।

৩০এপ্রিল-২০২১ এর মধ্যেই বাড়ি ঘর তৈরির সমস্ত কাজ শেষ হবে বলেও আশাবাদী এ কাজে সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত থাকা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
বুধবার বিকেলে উপজেলার নিতপুর গোপালগঞ্জ  (শোভাপুর) গ্রামে চলমান কাজের পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ