আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস (কোভিড -১৯) পরিস্থিতিতে জনস্বার্থে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন।আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ইউএনও নাজমুল হুসেইন খাঁন বলেন, মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।সাধারণ মানুষ যাহাতে সহজে নায্যমূল্যে মানসম্মত পুষ্টিকর খাবার পায় তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।
ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পাশাপাশি মানুষের চাহিদা অনুযায়ী নতুন কিছু খাদ্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হবে। তিনি সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
