আশাশুনিতে ইউএনও'র ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষে বাজার মনিটরিং, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাক্স ব্যবহার না করায় ১টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা সরকারের দেয়া শর্ত ভঙ্গ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অফিস সহকারি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ