হরিপুরে বজ্রপাতে এক জননীর মৃত্যু

কলিন চন্দ্র (ইতু)  রায়,  ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের হরিপুরে  ঝড়ের সময়  বজ্রপাতে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। আজ ৯ মে, (রবিবার) সকালে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেদ্রগাঁও নামক  গ্রামে ওই ধরনের ঘটনা ঘটে।  নিহত  হওয়া  ওই নারী  হলেন গোলাম রব্বানীর স্ত্রী আলেয়া বেগম (৩২)। 


স্থানীয় সূএে জানা যায়,  রবিবার সকাল সাড়ে ৭ টায় বাড়ি পাশে ধান ক্ষেত দেখতে যায় আলেয়া বেগম। এ সময় ভারী বৃষ্টি ও  প্রবল  বজ্রপাত হচ্ছিল।আকস্মিক বজ্রপাতে ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ হরিপুর থানার অফিসার ইনচার্জ এম এম আওরঙ্গজেব  জানান,বজ্রপাতে দুই সন্তানের এক  জননীর  মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ