মোঃ সজীব হোসেন, মোহাম্মদপুরঃ বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা ছাত্রলীগের কর্মসূচী মোতাবেক ঝিকরগাছা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ধারাবাহিক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসাবে আজ রবিবার (৯ মে) ২নং মাগুরা ইউনিয়ন এর মোহাম্মদপুর মোড়ে ইফতারি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২ নং আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , ছেলের কাছে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রমজান শরীফ বাদশা,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জগলু,মোহাম্মদ পুরের দীর্ঘ দিনের জনমানুষের রাজনৈতিক মানুষ শফিকুল ইসলাম টপি, যুবলীগ নেতা নজরুল ইসলাম নয়ন, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি স্বপন ইসলাম,ছাত্রলীগ নেতা সোহেল, ইমন, শোভন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীন ও নবীন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সর্ব স্তরের নেতৃবৃন্দ। অনাকাঙ্ক্ষিত ভাবে বৃষ্টি আসায় অনুষ্ঠান স্বল্প পরিসরে সমাপ্ত হয়। মাননীয় এমপি মহাদয়ের দূর্যোগপূন আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনগনের ভালোবাসায় শিক্ত হন, উৎসুক জনতা দূর্যোগপূন আবহাওয়ায় এমপি মহাদয়ের কাছ থেকে ইফতারি গ্রহনে আনন্দিত।