মো. জামাল হোসেন (জয়)। ছুটিপুর-ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার আন্দুলিয়া গ্রামের মঙ্গল বিশ্বাসের পুত্র মোঃ আজাদ হোসেন (৪০)৫ই মে বুধবার নিজ বাসা থেকে পুড়াপাড়া বাজারে জান দুপুর ২টার সময় বেরিয়ে আর ফেরেনি বাসায়। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মহল্লায়, এলাকায় এবং পরিচিত স্বজনদের বাসা বাড়িতে খোঁজ করেও সন্ধান মেলেনি তার। 'এ অবস্থায় ৬ মে সকালে তিনি নিখোঁজ হওয়ার বিষয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ৭ মে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আজাদ হোসেনের নিখোঁজের বিষয়টি জানানো হয়। যদি কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগঃ মোবাঃ 01789-687248