আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের ছোবল আশাশুনিতে বেশ বেড়েই চলেছে। একের পর এক করোনা পজেটিভ রোগির খবর আসার পরও মানুষের মধ্যে নেই সচেতনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণও ততটা হচ্ছেনা।
গত বছর আশাশুনি উপজেলায় ৪১ জন করোনা পজেটিভ হয়েছিল। যার অধিকাংশই ভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে আশাশুনিতে এসেছিল। তাদেরকে কঠোর ভাবে হোম কোয়ারিন্টিন, প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন বা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল। ২য় ঢেউয়ে দেশের বিভিন্ন জেলা ও ভারত থেকে আগত রোগিদের আগমনের মধ্যদিয়ে আশাশুনিতে করোনা রোগির আবির্ভাব ঘটে। ২য় ধাপে আশাশুনিতে ২৩ জন করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সোমবার (২৪ মে) আশাশুনিতে ৬ জনের করোনা পজেটিভ হয়েছে। রবিবার ছিল একজন ও শনিবার ছিল ৩ জনের করোনা পজেটিভ। এ পর্যন্ত সর্বমোট ৬৪ জন করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে ৪৪ জন সুস্থ হয়েছে। মারা গেছে ৩ জন। এখনো ১৭ জন অসুস্থ ও চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার জানান, করোনা পজেটিভ ২৩ জনের অধিকাংশকে বাড়িতে লকডাউন করে রাখা হয়েছে। তাদের অবস্থা খারাপ নয়। স্বাস্থ্য কর্মীদের সুপারভিশনে আছে তারা। ২/৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।