যশোরের শার্শায় ১০ টি স্থানে পুরুষ মহিলা একই সময়ে অনুষ্ঠিত হলো ঈদের জামাত

মোঃ ফজলুর রহমান, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শায় দশটি স্থানে পৃথক পৃথক ভাবে পুরুষ মহিলা একই সময়ে অনুষ্ঠিত হলো ঈদের জামাত সবচাইতে বড় জামাত অনুষ্ঠিত হলো সকাল ০৮ টায়  টেংরা আহলে হাদিস জামে মসজিদে মহিলাদের, এবং পুরুষদের ঈদের জামাত অনুষ্ঠিত হলো টেংরা বায়তুল কুরআন সালাফিইয়াহ  হাফিজিয়া মাদ্রাসা ইদগাহ ময়দানে, সকাল ৭ টার সময় পুরুষ ও মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হলো বাগআঁচড়া আহলে হাদিস জামে মসজিদ, সোনাতনকাটি ও কাইবা এবং বালুন্ডা আল হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ০৮টার সময় শার্শা আহলে হাদিস জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭.৩০ মিনিটে আমতলা গাতিপাড়া আহলে হাদিস জামে মসজিদে অনুষ্ঠিত হয় ৭.৩০ মিনিটে, নাভারণ বারি পুতা, খামার পাড়া,ঘিবা, লক্ষণ পুর আহলে হাদিস জামে মসজিদেদ পুরুষ-মহিলা একই সময়ে পৃথক পৃথক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ০৮ টার সময় । এ সমস্ত এলাকার মুসল্লিদের সাথে কথা বলে জানা যায় বহুকাল থেকে মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার প্রচলন আছে মসজিদে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ