রহমতউল্লাহ,নওগাঁ প্রতিনিধি:জেলা মান্দা উপজেলায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলার ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। শুক্রবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়া থেকে পুলিশ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত মহিলার লাশ পাওয়া যায়।এ অবস্থায় লাশ টুকরো টুকরো হওয়ায় নিহত মহিলার নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি। তবে নিহত ব্যক্তির মাথায় লম্বা চুল এবং পরনে লাল রঙ্গের ব্লাউজ দেখে মহিলা বলে ধারনা করেন স্থানীয়রা।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি, শাহিনুর রহমান বলেন, শুক্রবার ভোরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে অজ্ঞাত লাশটির নাম-পরিচয় জানা যায় নি।