বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

১. সর্বপ্রথম বঙ্গ এর উল্লেক পাওয়া যায় কোথায়?-ঐতেরেয় আরণ্যক
২. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?-নিষাদ
৩.  শালবনবিহার  প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? -সমতট
৪. কোন মুসলিম প্রশাসক প্রথম দক্ষিন ভারত জয় করেন?-আলাউদ্দীন খলজী
৫. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?-পামীর
৬. Dead  Sea কোথায় অবস্থিত?-Israil and Jordan এর মধ্যে।
৭. কোনটি কে নিশীত সূর্যের দেশ বলা হয়?-নরওয়ে।
৮. কে ডেজার্ট  ফক্স নামে পরিচিত -ফিল্ড মার্শাল রোমেল।
৯.  যিশুখ্রিষ্টের জন্ম স্থান কোথায়? - জেরুজালেম।
১০. টেরাকোটা শিল্পে কোন উপকরণটি ব্যবহৃত হয়?-মাটি
১১. A F.P কোন দেশের সংবাদ সংস্থা?-ফ্রান্স
১২. বর্তমানে বাংলাদেশের কোন ক্রিকেটার ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে এসেছে?-মেহেদী হাসান মিরাজ
১৩. বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়া সর্বশেষ ঝড় টির নাম কি?-ইয়াস
১৪. বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল সর্বশেষ এবং সর্বপ্রথম কোন জাতীয় ক্রিকেট দলকে পরাজিত করেন?-শ্রীলংকা দলকে
১৫. Who authored that statement "Injustice anywhere is a threat to justice everywhere" (অন্য কোথাও অবিচার সর্বত্র ন্যায়বিচারের জন্য হুমকি )?-Martin Luther king.
১৬. In which city was Martin Luther king assassineted (হত্যা /খুন) in 1968?-Memphis.
১৭. এশিয়ার নগর রাষ্ট্র কোনটি?-সিঙ্গাপুর.
১৮. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়?-থমাস হবসন, হুগো গ্রোসিয়াস ও জন লকের লেখনী থেকে।
১৯. রাষ্ট্র প্রতিনিধি বলতে কোন শব্দটি ব্যবহার হয়?- Ambassador
২০. India house is located in?-লন্ডন।
২১. ওজনের রং কি?-গাড় নীল
২২. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-৪ অক্টোবর।
২৩. The term of a non -parmanent member of the UN security council is-2 year.
২৪. শেনজেন চুক্তি হচ্ছে-অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
২৫.When the Organization of States was formed in America?-1948
২৬. APEC stands for-ASIA PACIFIC ECONOMIC CO-OPERATION.
২৭. পেসো কোন কোন দেশের মুদ্রার নাম?-আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, কিউবা, মেক্সিকো ,ফিলিপাইন, উরুগিয়ে, ডোমিনিকান প্রজাতন্ত্র।
২৮. বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিল পাস হয়?-১৭ই ফেব্রুয়ারি ২০০৪
২৯. IPO is the term used in-Stock Market
৩০. ইতিহাসখ্যাত মসলিন এর একটি ছোট টুকরো এখনো সংরক্ষিত আছে কোথায়?-জাতীয় জাদুঘরে।
বিশেষ দ্রষ্টব্য: কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবন এর দিকে লক্ষ রেখে আপনিও শিক্ষানীয় বিষয় বস্তু লিখতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৯১৮-৪০৮৮৬৩


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ