আশাশুনিতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি :আশাশুনিতে "বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২১" পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উদ্যাপন উপলক্ষে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য শিক্ষা কর্ণারে আগতদের মাঝে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। "আপনার রক্তচাপ জানুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবন উপভোগ করুন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এবং মেডিকেল অফিসার ডাঃ শহীদুল্লাহ্। এছাড়াও দিবসটি উপলক্ষে হাসপাতালে আগত রোগীদের বিশেষ সেবা প্রদান করা হয়। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন এর পরিচালনায় এসময় সিনিয়র স্টাফ নার্স কল্পনা রাণী মন্ডল, এমটিইপিআই দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমান, সাবেক এসএসিএমও আলিফ রহমান, এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ