আশাশুনিতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি : আশাশুনিতে "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১" উদযাপন উপলক্ষে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বাচ্চাদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। সোমবার সকালে তিনি উপজেলার ধান্যহাটি, গোঁদাড়া এবং বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ৫ বছর থেকে ১৬ বছর বয়সী বাচ্চাদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম তদারকি করেন। এছাড়াও তিনি সেখানে আগতদেও মাঝে উচ্চ রক্তচাপ বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন। এসময় স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপনসহ স্ব স্ব কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ