মোঃ রাকিব প্রতিনিধি : পোরশা নওগাঁ হঠাৎ আগমন বিরল এ যেন চোখে দেখা যায় না ।নওগাঁর পোরশার সব বাজারে হঠাৎ করে দেখা মিলছে এই হাতির এর উদ্দেশ্য কি জানতে পাওয়া যায় ঈদ কে কেন্দ্র করে চলছে এক বিশাল হাঁতির মাধ্যমে দোকানে দোকানে চাঁদা আদায়। এতে বাজারে ছোট বড় দোকানদার ব্যাসায়ী যে যার মতো টাকা দিচ্ছে এই টাকা নিয়ে বিশাল দেহের হাঁতি তার মালিক কে দিচ্ছে। এই বিষয়ে জানতে চাওয়ার কপোতাক্ষ নিউজ কে বলে আমি এই হাতির মাধ্যমে সাহায্য নিতেছি তা কোন জোর খাটিয়ে না সাধারন মানুষ যা আমাকে দিতেছে তাই নিতেছি সাহায্য হিসেবে। এই ঘটনাকে কেন্দ্র করে এই বিশাল দেহের হাতিকে ছোট বাচ্চা সহ অনেক এ দেখতেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন।