সাতক্ষীরায় সূর্যের আলোর উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সাতক্ষীরায়  সূর্যের আলোর উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃঈদ উপলক্ষে করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউনে ঘরবন্দি কর্মহীন দিনমজুর, রিকশাভ্যান চালক, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও অসহায় মানুষের মাঝে, সাপ্তাহিক সূর্যের আলোর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ। মঙ্গলবার (১১ মে) দুপুরে পলাশপোল চৌধুরী মার্কেট সংলগ্ন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকা অফিস থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডাঃ মুনসুর রহমান, নিজস্ব প্রতিবেদক মারুফ আহমেদ শামীম, ক্রীড়া প্রতিবেদক সেলিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুড়া দুধ, তৈল, বাদাম, কিচমিচ, নুডলস ও মাস্ক।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ